লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – চাঁদপুর জেলায় নব নিযুক্ত সরকারি সহকারী কৌশলী (এজিপি) সিনিয়র আইনজীবী এস এম নাজিমুল্যা বাপ্পি নিযুক্ত হওয়ায় লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই বিষয়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবৎ আমি এই আইনজীবী নাজিমউল্লা বাপ্পি ভাইকে চিনি ও জানি, আইনজীবী হিসাবে উনার যথেষ্ট সুনাম আছে চাঁদপুর জেলা জজ আদালতে। বিশেষ করে তিনি একজন দক্ষ, বিচক্ষণ, ন্যায়নীতি পরায়ন সিনিয়র আইনজীবী, সকল সময় তাঁর মুখে আমি হাসি দেখেছি, উনার মক্কেলের অর্থের প্রতি তেমন লালসা দেখিনি। যার কারনে মক্কেলের কমতি নেই।