ভিবি নিউজ ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।
তিনি বলেন, গত ২৫ মার্চ হালকা জ্বর ও সর্দি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যান আতাউর রহমান। সেখানে একটি ল্যাবে তার নমুনা পরীক্ষার করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ এলে তাকে গত ২৯ মার্চ তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রাত দুইটায় তার মৃত্যু হয়।