আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষথেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা
- আপডেটের সময়
Tuesday, February 21, 2023
-
54 কতজন পড়েছেন
ভিবি নিউজ ডেস্ক: – লক্ষ্মীপুরে ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহবায়ক ভি বি রায় চৌধুরীর নেতৃত্বে সংস্থার উপদেষ্টা মণ্ডলী সহ সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দ।
এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলাপ্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। পরবর্তীতে পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর ২ আসনের এমপি এড: নুরউদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক দের সংগঠন গুলো পর্যায়ক্রমে ফুল দিয়ে শহিদদের প্রতি প্রাণঢালা শ্রদ্ধা নিবেদন করেন।